Monday, 1 April 2013

প্রেমের কবিতা ২

টেবিল আমার চারকোনা,
টেবিল ক্লথ ও ছাড়বনা,
চেয়ার পেতে দিচ্ছি তোমায়-
আনকোরা.
পল্লী হোক বা পরগনা,
হৃদয় আমার করগোনা,
তোমায় দেখে শিরায় শিরায়
মন্দুরা.
এসব শরীর মিথ্যে নয়,
চৌকোনা বা বৃত্তে নয়,
তোমার ত্রিভুজ আমার কাছে-
শালগ্রাম.
ফুল দিয়ে বা বেলপাতায়,
চাকদা, কাঁথি, কলকাতায়,
বৃষ্টি পড়ে শুকনো বুকে-
মসিনরাম.
খাতার সরু মার্জিনে,
আর তোমাকে ছাড়ছি নে,
ধরার আগে ই আঁকড়ে ছিলাম-
জল পাহাড়,
ক্রন্দসী বা পাতাল হোক,
তোমার প্রেমে মাতাল হোক,
তোমার খিদে য় এখন আমার-
স্বল্পাহার.

1 comment: