উল্লিখিত নামগুলো কাগজে খোদাই-করে বসে থাকো.
"কখন মরণ আসে কে বা জানে"?
কখন টিফিন খাবে - কখন বরণ ডালা , টোপর , ফুলের মালা,
সব নিয়ে চলে যাবে মাসের তিন হাজারী ছাপ.
হাজার বছর পরে প্রমোশন হবে এক ধাপ-
এই আশা নিয়ে তুমি কাগজে খোদাই কর,
চেনা পরিচিত ছবি মগজে খোদাই কর.
চারিপাশে বিচ্ছুরিত আলোর মধ্যে বসে বড়বাবু -এঁঠো কফি কাপ.
কলমে কলমে তুমি বিদ্রোহী হবে -
তবে-বিদ্রোহে সিপাহীরা ফাইলের ভাঁজে ভাঁজে -
দেওয়ালের রংচটা, পুরনো পাখার মত -
মজে আছে সনাতনী গুহ্য মন্তাজে.
সন্ধ্যাভাষার মত কিছু কিছু লোক আসে-
চলে যায় গভীরের দলে-হালকা হাওয়াই চটি,
কিছু বাস, কিছু ট্রাম-ভেদ করে বয়ে আসে অগনিত শরীরের দল-
কিছু নাম, এড্রেস অথবা আবক্ষ ছবি খোদাই চলেছে ছেনি-
হাতুড়ির পথে,
ভাস্কর কেরানি সমাচার.
No comments:
Post a Comment