Monday, 1 April 2013

খিস্তি খাস্তা ১

পৃথিবী শূন্য করে একে একে চলে যায়-
সব বোকাচোদা,
আমি শুধু পড়ে আছি আর নর্মদা-
পড়ে থাকে পৃথিবী র দু মাই এর ভাঁজে . 
ধর্ষিতা নারীদেহ কিচেনে খাবার পর এঁঠো প্লেট মাজে . 
বানচোত মরে গেলে মৃতের শবের পড়ে কাঁদে তার বোন-
এ বিবর্তন . 
জনকোলাহল, রঙ্গীন নারীরা,
ঠাপের মদন তালে কেঁপে ওঠে শিশ্নের শিরা উপশিরা . 
সেই ঠাপ আর কোনো স্পন্দনে জাগবে না-
কলেরাতে মরে যাওয়া মৃতদেহ হাগবে না-
পাছায় চিমটি কেটে পান্ডা রা রাগবে না-
লাগবে না রাজনীতি জনতার পোঁদে,
আমাদের মমিগুলো কাঠ হয়ে রয়ে যাবে খট খট এ রোদে .

No comments:

Post a Comment