Monday, 1 April 2013

বাজে বকবক ৭


কাট্রিনা কাইফ থেকে ধাত্রীদেবতা-
সকলের মাঝে আছি আমি,
তোমাদের মাঝে থেকে রোববারে নর্দমায় নামি.
বিনাযুধ্ধে ছাড়িব না সূচ্যগ্র ঘাস - নারী- জমি,
ন্যাংটো দেব দেবী নমি-
ছড়াবো হালকা পীত বমি.
কামিনী কাঞ্চন প্রভু,
সে সব তো যৌনকেশ সম,
কুঞ্চিত, প্রগলভ, বিবর্ণ পান্ডুলিপি মম.
হস্তে বাজারের থলে,
তাতেও আমার উপস্থিতি,
একদিন শূন্য ছিল, আজ আগুনের মত সিঁথি.
ধৃতরাষ্ট্র ভাবলেশ,
রাত্রির জেস্চারে কাম,
ভগিনী সম্প্রদায় ভুলে যায় তারুণ্যের দাম.
"আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা "-
উদ্দাম বীর্জ্যপাতে ভেজাবে গৃহস্থের কাঁথা.
শুক্রানুর মাঝে শুনো  আমার গুরুগম্ভীর ধ্বনি-
রক্তফেনামাখা মুখ-
মড়ক বা ইঁদুরের খুনি.

No comments:

Post a Comment