Monday, 1 April 2013

কামুক কবিতা ১

সেই তো তোমায় কাটছি ছুরি দিয়ে-
ধর্ষণের ও অনেক বছর পরে,
তোমার মনে যখন সন্ততি,
ভিড় করেছে কামুক সম্মতি-
তখন তোমার প্রাপ্য আমার ছুরি-
রুপোলি ধার তোমার চামড়া ছুঁয়ে.
গভীর হলে রক্ত চুঁয়ে পড়া-
সেসব দেখা আজকে ভাবি cliche -
ইস্পাত ব্লেড কিম্বা তুখোড় বিষে-
তোমার প্রেমের এইত সবে শুরু,
ধর্ষণ-প্রেম-কাম এসব ই মেঘে-
রক্ত দিয়ে ক্যানভাসে রং করা.
চামড়া তোমার রেশম যেন পাতা-
তোমার মাথায় স্যুভেনির এর শোভা-
অভ্যন্তর তোমার মনোলোভা-
হালকা ছুরির ছন্দে শিল্পকলা,
ভালই এত বেসেছিলাম বলে-
রক্তে সাজাই তোমায়, রজ:স্বলা.

No comments:

Post a Comment