স্বপ্নের মাঝে ঘুম ভেঙ্গে গেলে তলপেটে চাপ-
নিয়েও স্মৃতিচারণ করতে-
আনন্দ পাই.
যেমন আনন্দ পাই তোমার তলপেটে হাত রেখে,
অথবা সামান্য দূরে কুকুরের সিগন্যাল-
শুনে যেমন আনন্দ পায় ভাদ্দুরে রোদ.
ইতোমধ্যে আমার ব্ল্যাডারের গায়ে-
গুহামানবেরা আলতামিরার ষাঁড় এঁকে ফেলেছে.
মধ্যপদলোপী নপুংসকের মত-
আমি দুই পায়ে হেঁটে চলে যাই-
পেচ্চাবখানায়.
আজি ঝরঝর মুখর হিসির তোড়ে-
রাতকানা চাঁদ ডোবে কুয়াশা ভোরে.
তারপর যে কে সেই-
চুপসানো ব্ল্যাডারের ফাঁদে-
কিছু জল ঢেলে তোমার মুখের কথা ভাবি.
ডার্লিং, তোমার মুখের -
অবয়ব-
স্বপ্নের সুন্দরী পৃথুলা রমনী-
বুক পেট গলা পাছা যোনি-
সব ভেদ করে দুয়ারে করাঘাতায় বমি-
বিবমিষা-মোনালিসা এক হবে-
বাসন্তী বমির প্রকোপে.
শিশ্ন ঢুকে বসে থাকে পায়রার খোপে.
তারপর শান্তির হেঁচকি তুলে-
শান্ত হবে অলৌকিক রাত.
আবার স্বপ্নে ডুবে যেতে হবে বলে ব্ল্যাডারের কাছাকাছি থাকি.
নিরবচ্ছিন্ন অন্ধকার রাতে -
শিশ্ন হবে লাইটহাউস .
No comments:
Post a Comment