Monday, 1 April 2013

বাজে বকবক ২

এক পেগ হয়ে গেলে উঠে যেতে হবে-
তরল সন্ধ্যেবেলা ডুবিয়েছি - পেটের ভেতরে-
নরম আলোর দল- কোথায় গিয়েছ সঞ্চারী?
সবুজ তোমার চুলে শুওপোকা ধরতে বেরোব.
তোমার রেশম চুলে সবুজ ধানের দ্বীপ-
লাল কোনো পেয়ালা দেখেছি-
লাল কোনো বাস্তবে তোমার সবুজ মিশে যায়-
লাল পায়ে হাঁসেদের ডিমের ডালনা খোঁজে জিভ.
এনফিলিশের মত কত রাত রক্ত দিয়েছি-
নিশীথ দানবী তুমি-
নিশীথে গোপনে এস ঘেমে-
শিরদাঁড়া বেয়ে বেয়ে উঠে এস উরগ মানবী,
তোমার উরুর চকমকি ঘষে জ্বলে গোল্ড ফ্লেক.
সন্ধ্যা তরল হলে গেলাসে গেলাসে ঘাম ভরি-
দুটি গোলার্ধ জুড়ে শীতল মেদের মত হাওয়া,
বারমুডা ট্র্যান্গেলে জাহাজ ঢোকার পথ খোঁজে-
পশমি অন্ধকার-
বারুদের স্তুপে বসে আছি.

No comments:

Post a Comment