Monday, 1 April 2013

বাজে বকবক ৪


এইখানে শান্তিতে এস ছায়ায় যেখানে মানুষের পদচিহ্ন
পৃথিবীর শিকড়ে শিকড়ে অভিস্রবণ থেকে রস নিয়ে
মাটির উপর দেখাবে তোমার প্রতিফলিত গার্হস্ত্য মুখ.
এইখানে মাটির গভীরে হাত রাখো যার দিশাহীন
কন্দর্পসম সুখ ভাবাবেগে নারায়ণী সেনা অস্ত্র ফেলে
নারীর শরণে আসে গোপনে, ক্রিস্টালাইন ভোরে.
এইখানে সময়োচিত বয়স্ক  মহীরুহে বাতাসের বাক্যগুলি
মেদুর শূন্যতাকে অনন্তের গভীরে পাঠাতে পারে,
দেওয়াল তোলার মত সাবলাইম কুয়াশা ঝরিয়ে.
এইখানে মন্দুরায় বাঁধা থাকি আমি আর কাঁচের কফিনে
শোয়া তীক্ষ্ণ দৃষ্টিপাত অথচ বাস্তবিক প্যাসনেট
চর্জ্যাপদে বর্ণিত মানবীর মত গুড়ো প্রেম.

No comments:

Post a Comment