Monday, 1 April 2013

বহুত কড়া জিনিস - ২

তখন অনেক কষ্টে থাকতাম জানো?
তখন আমার গলে যাওয়া চর্বিগুলো পিচঢালা রাস্তার গরমে-
আঠালো উন্মাদ প্রেমের মত চটচটে রোমান্টিকতা নিয়ে তোমাকে খুঁজতে যেত . 
যদিও বা তুমি তাদের উপেক্ষা করেছিলে, তবু ও নির্মম শিরা আর ধমনীদের-
উর্নাতে তোমার নরম শরীরের পরাবাস্তবতা লেগেছিল . 
স্নায়ুতন্তু একে একে ছিঁড়ে নেওয়ার মত এক যন্ত্রনাদায়ক অভিজ্‌নতা, জানো?
সেরকম আজকাল আর পেশির মধ্যে করাত চালাতে পারি না . 
মাঝে মাঝে কোনো লোলচর্ম অশীতিপর বৃদ্ধ কে দেখে মনে হয় এভাবে বাঁচার অনেক আগে ই-
ঝুলন্ত চামড়া কেটে ভেতরের কঙ্কাল টা তোমাকে দেখাবো, যদি মত বদলাও . 
যদি উষ্ণ রোমাঞ্চের বাহুবন্ধন ছেড়ে একটু রক্তে জিভ ঠেকিয়ে দেখো . 
তাহলে ই বুঝবে আমরাও বেঁচে থাকার মতই কোনো কাল্পনিক ফেনোমেনা . 

No comments:

Post a Comment