Monday, 1 April 2013

প্রেমের কবিতা ১

ও আমার মন্দাক্রান্তা ড্রাকুলিনি,
হোক না আকাশ রক্তে ভীষন আঁশটে লালের ছাপ,
তোমার দাঁতে লেগে থাকুক পাপ . 
বাদুড় ঝোলা গাছের উপর ধোঁয়ার মাঝে খুঁজছো কেন গলা?
আমার বুকে বুক ঠেকালে রক্ত তোমায় দেব . 
diabetes ভোগা শোণিত dessert বলে ভেব . 
গজগামিনী ড্রাকুলিনি পেছন থেকে দেখে বোঝার ভুল,
তাই তো এখন আমি চক্ষুশূল-
হঠাত করে কখনো কি ভাবছ আমার কথা?
বৃষ্টি থেকে দুহাত দিয়ে আড়াল করে ভিজাইনি ঐ চুল-
রোদের থেকে তোমার বাদুড় দেহ ঢেকে পোড়াই কে সি পাল . 
আমার গলা যখন খুশি দাঁতের জন্যে শানিয়ে দিই নি কি?
এখন কেন ড্রাকুলা পায় ষোলো আনা, আমার জন্যে সিকি?
সে যাই হোক, ড্রাকুলিনি, লালচে দাঁতে লাগাস নি আর পাপ . 
আকাশ জুড়ে লাল মেঘেছে,
কোস্তা কফি চালাই চ এক কাপ .

No comments:

Post a Comment