Monday, 1 April 2013

বহুত কড়া জিনিস - ৩

সেরকম করে তাকালে ভাবছ-
আমার শিরদাঁড়া বেয়ে শিহরণ উঠে তোমাকেই ছুঁতে চায়?
জরাসন্ধ দেখেছ সুন্দরী?
দ্বিপার্শ্বীয় প্রতিসম দেহ ছিঁড়ে গেলে প্রথমেই আসে অন্ত্র,
তারপর লাল প্লীহা, মগজের কনা, অস্থি ফাটা র আওয়াজ তুলবে স্বরযন্ত্র . 
তবু ও ভাবছ এই দেহে শিহরণ আসছে? সুন্দরী?
আমার উন্মুক্ত যকৃতের গায়ে তোমার সুগন্ধ প্রাগৈতিহাসিক ভয়-
ভয়ের মতই নির্মম আর সংকীর্ণ সুষুম্না বেয়ে শিহরণ আসে যন্ত্রণা হয়ে . 
জরদগব যৌনতা কেন স্থবির করেছে? সুন্দরী?
তার চেয়ে দেখো, এই তো শরীর, যেখানে শরীরী ক্যানভাস তুমি মহাকাশ ভেবে দেখেছিলে . 
অন্ত:সার তার, এই আবেগে ই শরীর খুলেছি-
তোমার জন্যে, সুন্দরী . 
চেয়ে দেখো এত সুন্দর এই লাল রং আর হলদে মেদ-
আমার শরীরী শিহরণ আর অশরীরী এই অঙ্গীকার- জরাসন্ধ কে ফিরিয়ে আনবে .

No comments:

Post a Comment