"স্থলে জলে বনে জঙ্গলে যেখানে ই মানবদেহ দেখিবে, আমাকে স্মরণ করিবে"-
এই বলে ইস্পাতের বিচ্ছুরণে আলোর রামধনু দেখিয়ে ঘুমিয়ে পড়ল আমার ধারালো ছুরি .
রক্তের রামধনু দেখে দেখে আমার আর চোখ জ্বালা করে না, মাখনের মধ্যে-
ছুরি চালানোর মতই আজকাল আমি মধ্যচ্ছদা ফুঁড়ে দিতে পারি নির্মম আনন্দে .
আনন্দ-এত নির্মম-তবু নির্মল .
এই নির্মম আনন্দে দধীচি হয়ে গেলে আমার হাড় খুলে ইস্পাত ভেঙ্গে নিও আগামী প্রজন্মে .
এই বলে ইস্পাতের বিচ্ছুরণে আলোর রামধনু দেখিয়ে ঘুমিয়ে পড়ল আমার ধারালো ছুরি .
রক্তের রামধনু দেখে দেখে আমার আর চোখ জ্বালা করে না, মাখনের মধ্যে-
ছুরি চালানোর মতই আজকাল আমি মধ্যচ্ছদা ফুঁড়ে দিতে পারি নির্মম আনন্দে .
আনন্দ-এত নির্মম-তবু নির্মল .
এই নির্মম আনন্দে দধীচি হয়ে গেলে আমার হাড় খুলে ইস্পাত ভেঙ্গে নিও আগামী প্রজন্মে .
No comments:
Post a Comment