Monday, 1 April 2013

কামুক কবিতা ২

জানিনা তোমার নাম এ কতগুলো সিলেবেল ছিল,
শুক্লা পঞ্চমী র চাঁদ নেমে আসে যেখানে তরাই-
আইভরি উরু থেকে গভীরের অপ্রশস্ত পথে-
হাজার শুক্রানুর সাথে একত্রে সাঁতরাতে চাই।

রজ:স্বলার রক্তে ভিজে ভিজে শিশির সাবেকি-
বিজ্ঞাপন হয়ে গেছে, জোনাকি র ফরমাশ বশত:-
চোখের ফোকাল লেংথ এ ঝাপসা নগ্নিকা র মত-
শঙ্খিনী পয়োধর - উষ্ণতার কেন্দ্রে হাত রাখি।

মনোক্রোম হয়ে যাওয়া চিকুর - চঞ্চল এক ছাদে-
কখনো ভাবনা থেকে স্পর্শ করা-মরালীর গ্রীবা,
অদম্য শরীরী বিভঙ্গের জ্যামিতিক রেখা,
শরীরে শরীরে কোনো ফিউসন জাগানো প্রতিভা .

তোমার নামের থেকে সিলেবেল আজো ভাগ করি -
সুন্দরী-
শুধু পঞ্চমীর চাঁদ আমার ছাদের ঘরে আসে-
গ্রীবা থেকে উরু সেই আইভরি শুক্রানু মাখে-
বিজ্ঞাপনে চোখ রেখে শরীরে শরীরে সাঁতরাই।

No comments:

Post a Comment