Monday, 1 April 2013

বাজে বকবক ৩

কলঙ্কিনী বসুধা তোর বুকের মাঝে অনেক খানি আকাশ থেকে-
হঠাত ই এক টুকরো ছিঁড়ে খেতে দিলাম ক্ষুত্পিপাসায়-
কাতর কোনো অবাঞ্ছিত রোম এর মত জীর্ণ শিশুর হাতে,
সুন্দর তোর মসৃন থাই দেখতে ভালো আমার কাছে যার পেটে ভুখ-
তার কাছে তুই মাংসের এক দোকান শুধু ছুরি দিয়ে -
কাটলে যত রক্ত পড়ে গেলাস ভরে রেড ওয়াইন ভাবি.
দেহের উপর অনেকখানি চাদর দিয়ে ঢাকলে কত বিভঙ্গ, ভাঁজ,
অনেক চোদাচুদির পরেও জীর্ণ শিশুর পাঁজরা গুলো ভুলতে পারিস-
শরীর তোকে অনেক সেলাম, মাংশ কেটে খাবার বানাই দাঁড়া.
কার গাড়িতে কতটা তেল, কার সাথে পাশ কার ঘরে ফেল-
এসব শুধু ঢ্যামনা বিলাস, তাই ভেবে দ্যাখ দুই বেলা তোর দুধের ছেলের-
পাঁজরা গোনে শকুন কিছু, হারিয়ে গেলে ঠুকরে দু চোখ নেবে.
বসুধা তুই মা হয়েছিস, বেঁচে আছিস সন্তানদের দেহাবশেষ বুকের ভিতর-
লুকিয়ে রেখে, তার চে কেটে বিলিয়ে দে তোর স্তন থেকে মেদ-
বাঁচুক শিশু শোণিতে তোর, যোনি তে তোর জন্ম নেবে নতুন সময়.

No comments:

Post a Comment