সহস্র সূর্যের তেজে ফেটে পড়বে অভ্যাসের দাস,
এত তেজ ধরবে না তেজপাতা-
বস্তুত: পাযুছিদ্রে বাঁশ-
গুঁজে থাকে ভেবে নিয়ে ওষ্ঠাগত তরুবর কায়া-
ওয়াশিং মেশিনে যদি দাসী কাচে রংচটা সায়া.
এইসব সংবাদ সঞ্জয় কি বলেছিল ধীরে?
কখন ঘামের গন্ধে দমবন্ধ সূচিভেদ্য ভিড়ে.
অথবা বাতানুকুল কামরায় নরম আবেগে-
রক্তিম চক্ষু নিয়ে যোগাভ্যাস সারারাত্র জেগে.
তবু ও মর্মে লাগে ভয়-
পাসপোর্ট যদি বলে এ জহর সে জহর নয়-
তবে কি কলঙ্কিনী নিষ্ঠুর বাদাম পাটালি-
আহারান্তে ধুতিপ্রান্তে তরল প্রনয় দিবে ঢালি?
মসিকৃষ্ণ অন্ধকারে আলোর প্রলেপ দেব বঁধু,
পিচকিরি সামলায়ে বেগন স্প্রে করে দিও শুধু.
হাহাকারে অশেষ বেদনা,
পটলের দোলমায় রেপসীড ঢালিতে সেধোনা.
মনে রেখো ধনেপাতা বিপ্লবী হয়ে যেতে পারে-
ল্যামিনেট করে তবে পান শুরু কোরো মৃত্ভাঁড়ে.
এত তেজ ধরবে না তেজপাতা-
বস্তুত: পাযুছিদ্রে বাঁশ-
গুঁজে থাকে ভেবে নিয়ে ওষ্ঠাগত তরুবর কায়া-
ওয়াশিং মেশিনে যদি দাসী কাচে রংচটা সায়া.
এইসব সংবাদ সঞ্জয় কি বলেছিল ধীরে?
কখন ঘামের গন্ধে দমবন্ধ সূচিভেদ্য ভিড়ে.
অথবা বাতানুকুল কামরায় নরম আবেগে-
রক্তিম চক্ষু নিয়ে যোগাভ্যাস সারারাত্র জেগে.
তবু ও মর্মে লাগে ভয়-
পাসপোর্ট যদি বলে এ জহর সে জহর নয়-
তবে কি কলঙ্কিনী নিষ্ঠুর বাদাম পাটালি-
আহারান্তে ধুতিপ্রান্তে তরল প্রনয় দিবে ঢালি?
মসিকৃষ্ণ অন্ধকারে আলোর প্রলেপ দেব বঁধু,
পিচকিরি সামলায়ে বেগন স্প্রে করে দিও শুধু.
হাহাকারে অশেষ বেদনা,
পটলের দোলমায় রেপসীড ঢালিতে সেধোনা.
মনে রেখো ধনেপাতা বিপ্লবী হয়ে যেতে পারে-
ল্যামিনেট করে তবে পান শুরু কোরো মৃত্ভাঁড়ে.